১২ ওভারে বাবরকে হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮৯

১২ ওভারে বাবরকে হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮৯

অনলাইন ডেস্ক

টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৪৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। এরপরেই পাকিস্তানের রানের লাগাম টেনে ধরেন অস্ট্রেলিয়ার বোলাররা।  

জাম্পা ও ম্যাক্সওয়েলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় ৮৯। ৩৪ বলে ৩৯ রান করে জাম্পার বলে ফেরেন বাবর আজম।

 আরও পড়ুন:


বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ: সাফাতসহ ৫ জন খালাস

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীসহ গুলিবিদ্ধ ৫

বিয়ের সম্ভাব্য তারিখ জানালেন মিম


আরব আমিরাতে খেলা আগের ১৬ টি-টোয়েন্টিতেই জিতেছে পাকিস্তান। রোমাঞ্চকর আবহ নিয়ে শুরু হওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। দুবাইয়ে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

পাকিস্তান একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

news24bd.tv/ কামরুল