বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের মরদেহ ভারতীয় সীমান্ত এলাকায় পড়ে আছে।

নিহতরা হলেন- উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. ভাষানি (৪০) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী (৪২)।

গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর পুত্র মোসলেম উদ্দিনসহ কয়েকজন সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়। এ সময় বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। তাদের গুলিতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন মারা যান। এ সময় কয়েকজন আহত হয়।

এদিকে দুই জনের মৃত্যুর বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

আরও পড়ুন


অন্তঃকোন্দল বন্ধে স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বাতিল চায় এমপি একরাম

news24bd.tv এসএম