বালিয়াডাঙ্গীতে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বালিয়াডাঙ্গীতে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Other

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের ইউপি নির্বাচনে প্রার্থী প্রত্যাহারের সর্বশেষ দিন ছিল গত বৃহস্পতিবার।

আওয়ামী লীগের ৩ জন বিদ্রোহী প্রার্থীসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা দলিল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- আমজানখোর ইউপির উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. এস সাদেক, দুওসুও ইউপি'র উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন।

আরও পড়ুন:


মিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছরের কারাদণ্ড

যুবককে কাঁধে তুলে নারী পুলিশের দৌড়, বাঁচল প্রাণ (ভিডিও)

ধর্ষণের হুমকি দিয়েছে 'সফটওয়্যার ইঞ্জিনিয়ার' !


মনোনয়ন প্রত্যাহার করা অপর ৩ স্বতন্ত্র প্রার্থী হলেন- দুওসুও ইউপি'র সফিউল আলম, আবু বক্কর সিদ্দিক ও শহীদুল্লাহ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা করেছিলেন। এর মধ্যে ২ জন যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন। প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৬ জন।

বাকি ৩০ জন প্রার্থী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রিটার্নিং অফিসার আব্দুর রহমান জানান, শুক্রবার (১২ নভেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং প্রচারণা শুরু হবে। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ।  

উপজেলার ৮ ইউনিয়নে ১ লাখ ৪৮ হাজার ১০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৬ জন।

news24bd.tv/ কামরুল