বরগুনায় হলুদ তরমুজ চাষে আলীমের বাজিমাত

বরগুনায় হলুদ তরমুজ চাষে আলীমের বাজিমাত

Other

বরগুনায় মাচায় হলুদ জাতের তরমুজ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আবদুল আলীম। এই ফল উৎপাদন করে দ্বিগুণ লাভের আশাও করছেন তিনি। স্বাদে, গুণে, পুষ্টিতে অনন্য এই ফল চাষে আগ্রহীদের সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

বরগুনার সদর উপজেলার কালির তবক গ্রামের কৃষক আবদুল আলীম।

মাচায় হলুদ জাতের তরমুজ চাষ করে সফলতাও পেয়েছেন তিনি।

আবদুল আলীম জানান, চলতি বছরে আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত ৮০ শতাংশ জমিতে বীজ বপন করেন। আর অল্প সময়ের মধ্যে বীজ অঙ্কুরোদগম হয়ে চারা বেরিয়ে আসে। আগামী সপ্তাহে বাজারে বিক্রি করতে পারবেন এ ফল।


আরও পড়ুন:

বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন সালাহউদ্দিন

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

যে শর্তে নাগরিকত্ব দেবে সৌদি আরব


এই ফল চাষে আবদুল আলীমের সফলতা দেখে আগ্রহীও হয়ে উঠেছেন অনেকে। হলুদ তরমুজ চাষে আগ্রহীদের সব ধরণের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বরগুনায় প্রথম বারের মতো ভিনদেশী এই ফল উৎপাদন হওয়ায় দেখতে ও কিনতে দূর-দুরান্ত থেকে আসছেন অনেকে।   

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক