নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী আজ

Other

বইয়ের ভাঁজে, অক্ষরের গাঁথুনিতে, গল্পের চরিত্রে বেঁচে থাকেন কথার জাদুকররা। হুমায়ূন আহমেদ তেমনই একজন কথার জাদুকর। সাহিত্যের এ ধ্রবতারা পাঠকদের ভালবাসায় সিক্ত হন প্রতিদিন, প্রতিক্ষণ। প্রিয় লেখকের ৭৩তম জয়ন্তিতে শ্রদ্ধা নিবেদন।

 

রঙপেন্সিলে যখন আনন্দ বেদনার কাব্যে জাগে হিমু মিসির আলীর যুগলবন্দী, কিংবা শ্রাবণ মেঘের দিন, তখন জোৎস্না ও জননীর গল্পে, সে ধীরে আসে। প্রিয়তমেষু, কোথাও কেউ নেই, তোমাদের এ নগরে, চলে যায় বসন্তের দিন। এমন নানাবিধ গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ।  

তাঁর গল্পের চরিত্রগুলো অনেকটা তাঁর মতন।

রহস্যময়, পাগলাটে, বন্ধুসুলভ। হয়তো তাই, আত্মরুহে তাঁকে প্রতিটি ক্ষণ স্মরণ করেন তাঁরই প্রিয় মানুষেরা।

 আরও পড়ুন:

ইমামের হাতের কব্জি বিচ্ছিন্ন, গ্রেফতার যুবক


নন্দিত নরকে উপন্যাসের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের আত্মপ্রকাশ। এরপর একের পর সৃষ্টিতে পরিস্থিতি নির্মাণ, বর্ণনাভঙ্গি, সংলাপে করেছেন শৈলীর উদ্ভাবন। আর তাই আজোও তিনি জনপ্রিয়তার শীর্ষে।

পৃথিবীর গন্ডির বাহিরে প্রিয় এই লেখকের এখন বসবাস। তবুও পৃথিবীতেই তিনি বিরাজমান। এ শহরে জেগে থাকা মিসির আলী, শুভ্র, কিংবা রুপাদের ভীড়ে, নিভৃতে বেঁচে আছেন এবং থাকবেন কথার জাদুকর।

news24bd.tv রিমু