হিমালয়ে চালু হচ্ছে টয় ট্রেন 'হিমকন্যা'

হিমালয়ে চালু হচ্ছে টয় ট্রেন 'হিমকন্যা'

অনলাইন ডেস্ক

পর্যটকদের আকর্ষণ করতে এবার হিমালয়ের বুকে 'টয় ট্রেন' পরিষেবা চালু করতে চলেছে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। আজ শনিবার (১৩ নভেম্বর) থেকে চালু হতে চলেছে 'হিমকন্যা' নামের এই টয় ট্রেনটি। খবর হিন্দুস্তান টাইমসের।

সপ্তাহে দুইদিন এই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

শনিবার এবং রবিবার দার্জিলিং এবং কার্শিয়াঙের মধ্যে ছুটবে ট্রেনটি।

Himalayan Toy Train Dargeeling

ট্রেনটি চলাচলের সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। প্রতি শনিবার এবং রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটে দার্জিলিং থেকে ছাড়বে। সকাল ১১ টায় পৌঁছাবে কার্শিয়াঙে।

যাত্রাপথে আরও তিনটি স্টেশনে দাঁড়াবে টয় ট্রেন। ফিরতি পথে দুপুর ১ টা ১৫ মিনিটে কার্শিয়াং থেকে ছাড়বে ট্রেনটি। দার্জিলিংয়ে পৌঁছাবে বিকেল ৪ টায়।

Himalayan Toy Train Dargeeling

করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই পর্যটকের ঢল নেমেছে হিমালয়কন্যা দার্জিলিংয়ে। এই পরিস্থিতিতে এই 'হিমকন্যা' পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

আরও পড়ুন:

মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ


news24bd.tv/ নকিব