হরিণের মতো দেখতে আফ্রিকান ‌‘নায়ালার’ ঘরে নতুন অতিথি

হরিণের মতো দেখতে আফ্রিকান ‌‘নায়ালার’ ঘরে নতুন অতিথি

Other

দেখতে অনেকটা হরিণের মতো। শরীরে অন্তত দশটিরও বেশি সাদা ডোরাকাটা দাগ। লাজুক প্রকৃতির এই প্রাণিটির নাম ‘নায়ালা’। এর আদি নিবাস আফ্রিকার বনাঞ্চলে।

ভিনদেশী এ প্রাণির অস্তিত্ব বাংলাদেশের প্রকৃতিতে তেমন দেখা যায় না। তবে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে থাকা একমাত্র নায়ালার ঘরে জন্ম নিয়েছে একটি শাবক।

তিনমাস আগে পুরুষ ‘নায়ালা’ মারা গেলে সঙ্গীহীন জীবন যাপন করছিল মা নায়ালা।

সাফারী পার্কের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক তবিবুর রহমান গণমাধ্যমকে জানান, সম্প্রতি নায়ালা শাবকের জন্ম হয়েছে।

পার্কে এ নায়ালা শাবকের জন্ম হলেও প্রথমদিকে তার দেখা পাওয়া যায়নি। পরে জেব্রা বেষ্টনীর ভেতরে শাবকসহ তার মাকে দেখা যায়। কাছে যেতে না পারায় এখনও শাবকটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি।

পার্ক সূত্র জানায়, স্ত্রী নায়ালার শিং না থাকলেও পুরুষের শিং রয়েছে। তৃণভোজী এ প্রাণী খুবই লাজুক প্রকৃতির। মানুষের আনাগোনা টের পেলেই ওরা লুকিয়ে পড়ে। শাবকটি মায়ের গর্ভে থাকা অবস্থায় পুরুষ নায়ালা মারা যায়। নিঃসঙ্গ মা নায়ালা এখন একটি সঙ্গী পেল।

আরও পড়ুন


একসঙ্গে পর্দায় শাহরুখ-শ্রীদেবীর মেয়ে এবং অমিতাভের নাতি ও সাইফ আলীর পুত্র

news24bd.tv এসএম