পাকিস্তানকে সমর্থন করায় গালাগালির শিকার সানিয়া মির্জা

সানিয়া মির্জা

পাকিস্তানকে সমর্থন করায় গালাগালির শিকার সানিয়া মির্জা

অনলাইন ডেস্ক

মাঝেমধ্যেই এমন সমস্যায় পড়তে হয় তারকা জুটি শোয়েব মালিক ও সানিয়া মির্জাকে। পেশায় ক্রিকেটার শোয়েব মালিক পাকিস্তানি এবং টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা ভারতীয়।

এটি তাদের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায়নি। বরং বিভিন্ন সময় একজনের প্রয়োজনে আরেকজন তাকে সমর্থন জুগিয়েছেন।

আর অনেকসময় এই সাধারণ বিষয়টিই মেনে নিতে পারেন না দুই দেশের সমর্থকেরা।

Sania mirza supports pakistan on gallary

আবারও এই ঘটনা ঘটেছে চলতি বিশ্বকাপেই। গত বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্ট্যান্ডে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে চিৎকার করেন সানিয়া। স্বামী শোয়েবের দলের জন্য গলা ফাটান, হাততালি দিয়ে পাক খেলোয়াড়দের উৎসাহ দেন।

মাঠের ক্যামেরায়ও সেটি ভালোভাবেই ধরা পড়ে।  

আর ভারতীয় হয়ে প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে গলা ফাটানো পছন্দ হয়নি তার ভক্ত সমর্থকদের। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের রোষের মুখে পড়েন সানিয়া। টুইটারে তাকে কটাক্ষ করার প্রতিযোগিতায় নামে সমালোচকেরা।

Sania mirza modeling on tennis court

অনেকে টুইটে সানিয়ার জাতীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে আবার সানিয়াকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাকে যেন আইনমাফিক শাস্তি দেওয়া হয় সংশ্লিষ্টদের কাছে সেই আবেদনও জানিয়েছেন।

আরও পড়ুন:

নির্দোষ হয়েও ২৬ বছর কারাভোগ, অবশেষে মুক্তি


news24bd.tv/ নকিব