ডিজেলের দামবৃদ্ধিতে শঙ্কায় হাওরাঞ্চলের কৃষক

Other

ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধির আশঙ্কায় হতাশ সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষক। তারা বলছেন, ধানের বাজার মূল্যে উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়বে। এতে ধান চাষে বিপর্যয় নামতে পারে বলেও আশাঙ্কা তাদের। তাই ধানের দাম বাড়ানোর দাবিও তাদের।

 

প্রযুক্তির এই যুগে কৃষিকাজ এখন যন্ত্র নির্ভর। ট্রাক্টর দিয়ে জমি চাষ, সেচ দেয়া, ধান কাটা ও মাড়াই এ সবই ডিজেল চালিত যন্ত্র দিয়ে হয়। সমপ্রতি ডিজেলের দাম বাড়ায় বাড়বে উৎপাদন খরচ। বাজারমূল্য না পাওয়ার শঙ্কায় হতাশ সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষক।


কয়েকজন কৃষক।

হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক বলছেন, কৃষকের লোকসান দূর করতে ধানসহ কৃষকদের পণ্যের দাম বাড়াতে হবে।


আরও পড়ুন:

হরিণের মতো দেখতে আফ্রিকান ‌‘নায়ালার’ ঘরে নতুন অতিথি

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই বোনের

প্রেমের টানে ময়মনসিংহে এসে ফিলিপাইনের সেই নারী আজ জনপ্রতিনিধি


যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ডিজেলের দাম বৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। মৌসুমে দুই লাখ ২২ হাজার ৬৬৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদের মাধ্যমে নয় লাখ এক হাজার ৪৮০ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সুনামগঞ্জ জেলায়।

news24bd.tv নাজিম