আবারো হাসপাতালে খালেদা জিয়া

আবারো হাসপাতালে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

আবারও হাসপাতালে নেয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। এবার দিয়ে তৃতীয় দফায় হাসপাতালে তিনি।  

শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।  

দলীয় সূত্রে জানা যায়, শারীরিকভাবে অসুস্থ বেগম খালেদা জিয়া।

এ অবস্থায় বাসায় রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না তাকে। শারীরিক যে অবস্থা তাতে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা দরকার। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে নেওয়া হলো।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, ম্যাডামের (খালেদা জিয়া) কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।

এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার হাসপাতালে নেয়ার খবরে বাসভবনের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হন। এক নজর নেত্রীকে দেখতে অপেক্ষা করেন তারা। পরে খালেদা জিয়া গাড়িতে করে বের হলে নেতাকর্মীদের উচ্ছ্বসিত দেখা যায়।

গত ১২ অক্টোবর জ্বরে আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭ নভেম্বর সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসা হয়। এরা আগে, ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন তিনি।

আরও পড়ুন


ডিভোর্স দেয়ায় সাবেক স্ত্রীর বুকে ও মাথায় প্রকাশ্যে ছুরিকাঘাত

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক