দ্রব্যমূল্যের উর্ধ্বগতি: লাগাতার কর্মসূচি চায় বিএনপির তৃণমূল

নিজস্ব প্রতিবেদক

জনদাবি নিয়ে শক্তভাবে মাঠে নামতে কেন্দ্রীয় নেতাদের চাপ দিচ্ছে তৃণমূল বিএনপি। দলের বিভাগীয় পর্যায়ের নেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ইস্যুতে বিএনপি যত কর্মসূচি দেবে ততোই জনসমর্থন বাড়বে।  

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এই ইস্যুতে দুই-একদিনের মধ্যেই লাগাতার কর্মসূচি ঘোষণা করবে বিএনপির হাইকমান্ড।  

শীতের মৌসুম শুরু হলেও বাজারে ৮০ টাকার নিচে পাওয়া যায় না তেমন কোন সবজি, বেড়েছে গণপরিবহন ভাড়াও।

দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুর এমন আকাশচুম্বি দামে নাজেহাল দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

এরইমধ্যে এমন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে ঢাকায় বেশ কয়েকবার বিক্ষোভ করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। কর্মসূচি ঘোষণা করা হয়েছে মহানগর ও জেলা পর্যায়েও। বিএনপির বিভাগীয় পর্যায়ের নেতারা বলেছেন, জনগণ চায় এই ইস্যুতে বিএনপি আরো শক্ত কর্মসূচি পালন করুক।

আন্দোলন ছড়িয়ে দিক কেন্দ্র থেকে তৃণমূলে।


আরও পড়ুন:

দিল্লি সফরে যাচ্ছেন শেখ রেহানা

বাংলাদেশের আইটি খাত একসময় পোশাক রপ্তানি খাতকে ছাড়িয়ে যাবে

হিজাব পরে মঞ্চে উঠলেন কানাডিয়ান শিল্পী


লুটপাট করতে সরকার নিজেদের সিন্ডিকেট দিয়ে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি জানান, এই ইস্যুতে ডান-বাম সবাইকে নিয়ে চলতি সপ্তাহে লাগাতার কর্মসূচি দেবে বিএনপি।

২০২২ সালকে আন্দোলনের বছর হিসাবে পরিকল্পনা সাজিয়ে চলতি বছরের কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে বলে জানান বিএনপি নেতারা। আসছে ৩০ ডিসেম্বর রাজধানীতে বড় ধরনের জমায়েত করতে চায় দলটি।  

news24bd.tv নাজিম