শিক্ষার্থী ধর্ষণ মামলায় বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিবেন আইনমন্ত্রী

শিক্ষার্থী ধর্ষণ মামলায় বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিবেন আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিচারকের ক্ষমতা কেড়ে নিতে করতে প্রধান বিচারপতিকে চিঠি দেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই চিঠি দেওয়া হবে বলে জানা যায়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না’ এমন পর্যবেক্ষণ সম্পূর্ণ অসাংবিধানিক। এমন পর্যবেক্ষণের রায় দেওয়ায় বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীকাল রবিবার প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে।

শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ধর্ষণের ৭২ ঘণ্টা পর পুলিশকে মামলা না নিতে বিচারিক আদালতের রায়ের পর্যবেক্ষণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন:

ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে হত্যা করলো ছেলে!

বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের সময় ঘোষণা

পাকিস্তানকে সমর্থন করায় গালাগালির শিকার সানিয়া মির্জা

আইনমন্ত্রীর বলেন, আমি ওনার রায়ের বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অবজারভেশনে এ সম্পর্কিত ওনার বক্তব্য নিয়ে বলতে পারি, এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। এবং এই কারণে আগামীকাল প্রধান বিচারপতির কাছে বিচারক হিসেবে তার দায়িত্ব পালন নিয়ে যেন ব্যবস্থা নেওয়া হয় সে জন্য একটা চিঠি লেখা হচ্ছে।

 news24bd.tv/এমি-জান্নাত