এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার বুলাওয়েতে স্বাগতিকদের বাংলাদেশ হারায় ৯ উইকেটে।

আরও পড়ুন


ডিভোর্স দেয়ায় সাবেক স্ত্রীর বুকে ও মাথায় প্রকাশ্যে ছুরিকাঘাত

বিশ্বকাপে ক্যাচ মিস, টাইগারদের ফিল্ডিং কোচকে ‘বিদায়’


জিম্বাবুয়ের ১২১ রানের চ্যালেঞ্জ ফারজানা হকের দল ১ উইকেট হারিয়ে পেরিয়ে যায় ১৫৩ বল হাতে রেখে। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে অল আউট করে জিতেছিল ৮ উইকেটে।

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে ২-০ ব্যবধানে।

আগে ব্যাটে নেমে ৪৬ ওভার ৪ বলে জিম্বাবুয়ে অল আউট ১২১ রানে। নায়াশা গুয়ানজুয়ারা করেন সর্বোচ্চ ৩৫* রান। নাহিদা আকতার নেন ৩ উইকেট।

এ ছাড়া দুটি করে উইকেট জাহানারা আলম ও সালমা খাতুনের।  

জবাবে ৮ রানেই ফেরে শারমিন আখতার। তবে মুরশিদা খাতুনের ৬৫ বলে ৫১* ও ফারজানা হকের ৬৮ বলে ৫৩* রানে জয় পায় বাংলাদেশের।

news24bd.tv/ কামরুল