আমরা হাইব্রিড রাজনীতিবিদ না: শামীম ওসমান

আমরা হাইব্রিড রাজনীতিবিদ না: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমরা হাইব্রিড রাজনীতিবিদ না, মাটির গন্ধ বুঝতে পারি।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে সদর, বন্দর ও সোনারগাঁয়ের নির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ অনেক সুষ্ঠু হয়েছে। নির্বাচনের আগে আমি দেশের বাইরে ছিলাম।

আমি অনেকের খবর নিতে পারি নাই। এ ছাড়া আমি নির্বাচনে কোনো হস্তক্ষেপও করি নাই। আমরা তো হাইব্রিড রাজনীতিবিদ না। তাই আমরা মাটির গন্ধ বুঝতে পারি।
 

আরও পড়ুন


ডিভোর্স দেয়ায় সাবেক স্ত্রীর বুকে ও মাথায় প্রকাশ্যে ছুরিকাঘাত

বিশ্বকাপে ক্যাচ মিস, টাইগারদের ফিল্ডিং কোচকে ‘বিদায়’


যখন দেশে আসলাম তখন জানতে পারলাম যে আমার ও বন্দর এলাকাতে নির্বাচনী এলাকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তারা চেয়েছিল কোনো লাশ ফেলে বিশৃঙ্খলা করবে। এটা চেয়েছিল তৃতীয় কোনো পক্ষ। বিষয়টি আমি সাংবাদিকদের জানিয়েছি। এবং সেটা প্রতিহত করা হয়েছে। এবং আমি খুশী যেকোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন হয়েছে।

সভায় নারায়ণগঞ্জ সদর-বন্দর ও সোনারগাঁ উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা ছাড়াও আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহদাৎ হোসেন  প্রমুখ।

news24bd.tv/ কামরুল