দেড় বছর পর শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

দেড় বছর পর শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

অনলাইন ডেস্ক

করোনার কারণে দীর্ঘ দেড় বছর যাবত বন্ধ এসএসসি ও সমমানের পরীক্ষা। সংকট কাটিয়ে তাই দেরিতে হলেও সারা দেশে আজ রোববার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ সকাল ১০টা থেকে পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় এ পরীক্ষা।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হয়।

কিন্তু করোনার কারণে অতিরিক্ত প্রায় নয় মাস অপেক্ষা করতে হল শিক্ষার্থীদের।

তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না থাকায় পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শেষপর্যন্ত সেই সিলেবাস অনুসারে দেড় বছর পর এসএসসি পরীক্ষার আসনে বসতে পারলো শিক্ষার্থীরা।

২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির এ হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

আরও পড়ুন


দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার রায়: সেই বিচারককে এজলাসে না বসার নির্দেশ

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক