মহানবীর জীবনী পড়ে ৮০ বছরের বৃদ্ধার ইসলাম গ্রহণ

মহানবীর জীবনী পড়ে ৮০ বছরের বৃদ্ধার ইসলাম গ্রহণ

অনলাইন ডেস্ক

মহানবী (সা.) এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছেন ৮০ বছর বয়সী বুলগেরিয়ান নারী স্পাস্কা ইভানোভা। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

আনাদোলু এজেন্সি জানায়, ইসলামের বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন পড়াশোনার পর এই ধর্মের প্রতি আকৃষ্ট হন ইভানোভা। বিশেষ করে মহানবী (সা.)-এর জীবনী পড়ে খুবই প্রভাবিত হন তিনি।

 

এরপর তিনি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রাখেন ফাতেমা।

এক বিবৃতিতে ফাতেমা জানান, কয়েকবছর যাবত ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পাঠ করছিলেন তিনি। এ সময় তিনি হযরত মুহাম্মাদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পাঠ করেন।

যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে। ফলে তিনি ইসলাম ধর্ম গ্রহণে উদ্যোগী হন।

আরও পড়ুন:

বিশ্বখ্যাত লেখক উইলবার স্মিথ আর নেই


news24bd.tv/ নকিব