ঝালকাঠিতে নিহত দুই বিচারক হত্যার ১৬ বছর আজ

ঝালকাঠিতে নিহত দুই বিচারক হত্যার ১৬ বছর আজ

Other

শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হলো জেএমবির বোমা হামালায় নিহত ঝালকাঠির দুই বিচারক সোহেল আহম্মেদ- জগন্নাথ পাঁড়েকে। ২০০৫ সালের ১৪ নভেম্বর তাদের বোমা মেরে হত্যা করা হয়।

শোকের এ দিনটি উপলক্ষে রোববার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালীটি পূর্বচাঁদকাঠি জজ কোয়াটার সড়কে নির্মিত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।

 

News24_Jhalokathi_jmb_boma

এরপর সেখানে নিহত দুই বিচারকের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ, জেলা প্রশাসক মো. জোহর আলী ও জেলা আইনজীবি সমিতির সাধারণর সম্পাদক আসম মোস্তাফিজুর রহমান মনু।  

এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.পারভেজ শাহরিয়ারসহ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবিরা উপস্থিত ছিলেন। পরে জেলা জজ আদালতে বিচারক সোহলে-জগন্নাথ স্মৃতি মিলানায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

News24_Jhalokathi_jmb_fasi

উল্লেখ্য, ২০০৫ সালের এই দিনে কোয়াটার থেকে আদালতে যাওয়ার পথে ঝালকাঠি জেলা জজশিপের দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে বহনকারী গাড়িতে বোমা মেরে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএববি।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ ৭ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।   

news24bd.tv/ কামরুল