ধর্মনিরপেক্ষ সমাজ গড়ার লক্ষ্য যুবলীগের: পরশ

ধর্মনিরপেক্ষ সমাজ গড়ার লক্ষ্য যুবলীগের: পরশ

Other

ধর্মনিরপেক্ষ, নীতিশীল ও মেধাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে যুবলীগ এগিয়ে যাবে বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বর্তমানে যুবলীগ একতাবদ্ধ বলেও জানান তিনি। যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি এসব কথা বলেন।  

১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নিতে সংগঠনটির প্রতিষ্ঠা হয়।  

 আরও পড়ুন:

প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ঘুমন্ত সুমাইয়ার আঙুল বিচ্ছিন্ন করল স্বামী, দেওয়া হল না পরীক্ষা


যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীরা একত্রিত হন সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে। সেখান থেকে তারা র‍্যালী বের করেন। র‍্যালীটি শাহবাগ হয়ে, সায়েন্সল্যাব ও কলাবাগান দিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যায়।

   

সকল দুর্নীতির বিরুদ্ধে যুবলীগ প্রতিবাদী কণ্ঠ হিসেবে থাকবে বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা।   

news24bd.tv রিমু