স্কুলের সহপাঠী থেকে প্রতিপক্ষ

স্কুলের সহপাঠী থেকে প্রতিপক্ষ

অনলাইন ডেস্ক

আজ থেকে ১২ বছর আগে স্কুলের হয়ে একসঙ্গে লড়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোনিস এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেল। আজও আরেকটি লড়াইয়ে নামছেন এই দুই ক্রিকেটার। তবে এবার আর একসঙ্গে নয়, দুই সাবেক সহপাঠী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছেন আজ।

২০০৯ সালে স্কারবরোর হয়ে ফার্স্ট গ্রেড প্রিমিয়ারশিপ জিতেছিলেন ড্যারেল মিচেল এবং মার্কাস স্টোনিস।

সেসময় স্কুলকে জেতাতে বড় অবদান ছিল এই দুই ক্রিকেটারের। সেমিফাইনালে স্টোইনিস করেছিলেন ১৮৯ রান। আর ফাইনালে বল হাতে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন মিচেল।

Marcus Stoinis and Darrell michael

তখন তাদের কোচ ছিলেন জাস্টিন ল্যাঙ্গার।

সেই ল্যাঙ্গার এখন অস্ট্রেলিয়ার প্রধান কোচ। তবে স্টোনিস দলে থাকলেও আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ ড্যারিল মিচেল।

এক-দু'বছর নয়, দীর্ঘ পাঁচ বছর একসঙ্গে খেলেছিলেন এই দুই ক্রিকেটার। তার পরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য দু’জনেই পার্থ ছাড়েন। স্টোইনিস মেলবোর্নে গিয়ে ভিক্টোরিয়ায় যোগ দেন। অন্য দিকে ২০১১ সালে অস্ট্রেলিয়া ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি দেন মিচেল। সেখানে গিয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে খেলা শুরু করেন তিনি।

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আলাদা পতাকা বুকে নিয়ে মাঠে নামবেন দুজনেই। কিন্তু আজ আর একসঙ্গে জেতা হবে না।

আরও পড়ুন:

কাজাখস্তানের জালে ফ্রান্সের গোল উৎসব


news24bd.tv/ নকিব

এই রকম আরও টপিক