সিরিয়ার সৌরবিদ্যুৎ প্রকল্পে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ

সিরিয়ার সৌরবিদ্যুৎ প্রকল্পে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ

অনলাইন ডেস্ক

সিরিয়ার দামেস্ক শহরতলিতে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান। এরইমধ্যে প্রকল্পটি নিয়ে আলোচনা করেছে সিরীয় সরকার।

এ প্রকল্প প্রেডিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আরব বিশ্বের পুনরায় যুক্ত হওয়ার একটি ইঙ্গিত বলে ধরা হচ্ছে।  মার্কিন গণমাধ্যম এপি এ খবরটি জানিয়েছে।

আরও পড়ুন:

চ্যালেঞ্জ নিতে এবার নিষিদ্ধ পল্লীতে প্রভা

গেল সপ্তাহে দামেস্কে আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। এক দশক আগে সিরিয়ায় সংঘাত শুরুর পর এটি প্রথম সাক্ষাৎ। দুই দেশের মধ্যে সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির উপায় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে বলে বাশারের কার্যালয় সূত্রে জানা গেছে।

 news24bd.tv/এমি-জান্নাত