বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচী

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচী

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপটা সম্পূর্ণ বিপরীত কেটেছে দুই দলের। সুপার টুয়েলভে সবকটি ম্যাচ হেরে বিমানবন্দর থেকে মুখ লুকিয়ে বাড়ি ফিরেছে টাইগাররা। অন্যদিকে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও পাকিস্তান মন জিতে নিয়েছে ভক্ত-সমালোচকদের।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৯ তারিখ থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

শুধু ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নয়, এবারের বাংলাদেশ সফরে পাকিস্তান দুটি টেস্ট ম্যাচও খেলবে।

১৯, ২০ এবং ২২ নভেম্বর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর ৪ থেকে ৮ ডিসেম্বর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়।

ঘরের মাঠে এবারের পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলেও দেখা যাবে বড় পরিবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে জাতীয় লিগ খেলা সাত তরুণকে এরই মধ্যে ডাকা হয়েছে অন্যরকম অনুশীলনে। নতুন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিজে সে অনুশীলন ক্যাম্প পরিচালনায় আছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে সাকিব খেলতে পারবেন না। এছাড়া বিশ্বকাপ থেকে পাওয়া চোটের কারণে আগেই ছিটকে গেছেন সাইফউদ্দীন।

একনজরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি
১৯ নভেম্বর ১ম টি-টোয়েন্টি : শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দুপুর ২টা
২০ নভেম্বর ২য় টি-টোয়েন্টি : শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দুপুর ২টা
২২ নভেম্বর ৩য় টি-টোয়েন্টি : শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দুপুর ২টা

২৬-৩০ নভেম্বর ১ম টেস্ট : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম সকাল ১০টা
৪-৮ ডিসেম্বর ২য় টেস্ট : শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর সকাল ১০টা

আরও পড়ুন:

স্কুলের সহপাঠী থেকে প্রতিপক্ষ


news24bd.tv/ নকিব