টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক কারবারি’ নিহত, অস্ত্র উদ্ধার

প্রতীকী ছবি।

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক কারবারি’ নিহত, অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। যিনি ‘মাদক কারবারি’ বলে দাবি করেছেন লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোববার (১৪ নভেম্বর) ভোরে নাফ নদীর পাড়ে কেওড়াবাগান দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে আসছিল মাদক কারবারিদের একটি দল।

বিজিবির টহল দল তাদের ধাওয়া করে।

এ সময় দলটি বিজিবিকে লক্ষ্য করে হামলা চালায়। বিজিবি সদস্যরা এক পর্যায়ে গুলি করেন।

‘ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র, একটি কার্তুজের খালি খোসা ও গুলিবিদ্ধ এক যুবককে পাওয়া যায়। গুলিবিদ্ধ ওই যুবক ও বিজিবির আহত সদস্যদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

news24bd.tv/ তৌহিদ