স্বাবলম্বী হতে শুরু করেছে ফরিদপুরের দুগ্ধ খামারীরা

Other

করোনার প্রকোপে দুর্দশা কাটিয়ে আবারও স্বাবলম্বী হতে শুরু করেছে ফরিদপুরের দুগ্ধ খামারীরা। টানা দু বছর লোকসানে থাকার পর এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। আর ক্ষতিগ্রস্থ খামারীদের প্রনোদনাসহ সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।  

করোনাকালীন প্রায় দুই বছরে বন্ধের মুখে পড়ে ফরিদপুরের অনেক দুগ্ধ খামারীরা।

সময় মতো দুধ বিক্রি করতে না পারা,  ও গো খাদ্যের দাম বৃদ্ধিসহ নানা সংকটে ঋনগ্রস্ত বেশিরভাগ খামারী।

মহামারী কমে আসায় আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তারা।   কাঙ্খিত দাম পাওয়ায় নতুন আশা আলো দেখছেন খামারিরা।   তবে দুর্যোগপূর্ণ  সময়ে দুধ সংরক্ষণের ব্যবস্থার দাবিও জানান তারা।

এদিকে করোনাকালীন সময়ে হারানো চাকরি ফিরে পেয়ে খুশি শ্রমিকেরা।

 ক্ষতিগ্রস্থ খামারীদের লোকসান পুষিয়ে নিতে  সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা।

ফরিদপুর জেলায় বর্তমানে ১০হাজার দুগ্ধ খামার রয়েছে, যা থেকে প্রতিদিন প্রায় ৩৫ হাজার লিটার দুধ উৎপাদিত হয়।

news24bd.tv/ কামরুল