লাভজনক হওয়ায় বগুড়ায় লাউ চাষে আগ্রহ বেড়েছে

লাভজনক হওয়ায় বগুড়ায় লাউ চাষে আগ্রহ বেড়েছে

Other

অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় বগুড়ায় লাউ চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। ভালো ফলনে আশানুরুপ দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছে লাউ চাষে। জেলার চাহিদা মিটিয়ে বিভিন্নস্থানে যাচ্ছে বগুড়ার লাউ।

কৃষি বিভাগ প্রতিনিয়ত বিভিন্নভাবে পরামর্শ প্রদান করে যাচ্ছে।  

বগুড়ার সারিয়াকান্দির যমুনার বালুচরে সবুজ পাতার মধ্য সাদা রংয়ের লাউফুল শোভা পাচ্ছে। এখানে ১০ বিঘা জমিতে বিষমুক্ত লাউ চাষ করে সফলতা পেয়েছেন কৃষক আবু সাইদ। তার সাফল্য দেখে এলাকার অনেকেই আ হচ্ছেন লাউ চাষে।

এছাড়া জেলার গাবতলী, শিবগঞ্জ, কাহালু ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায়ও লাউ চাষ হয়ে থাকে।

আরও পড়ুন


তিন শিশুপুত্রর মুখে বিষ দিল বাবা, ১ ছেলের মৃত্যু

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল সিনথিয়া


শ্রাবন থেকে আশ্বিন মাস পর্যন্ত লাউ চাষে, মাচাসহ ৮ থেকে ১০ হাজার টাকা খরচে বিঘা প্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকার লাউ বিক্রি হয়। বগুড়ার বাজারে আকারভেদে প্রতিটি লাউ ১৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যান্য ফসলের চেয়ে খরচ কম এবং ভালো দাম পেয়ে খুশি কৃষক।  

পতিত জমিতে লাউ চাষ করে কৃষক আগ্রহী হচ্ছে এবং লাভবান হচ্ছে। সবজির চাহিদাও পূরন হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। এ বছর জেলায় ৮৫০ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। ২৪ হাজার মিট্রিকটন উৎপাদন হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের।  

news24bd.tv/ কামরুল