কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তরাঞ্চল

Other

ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে কমতে শুরু করেছে দিনের তাপমাত্রা। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলা।  

আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু বিদায় নেয়ায় এবার আগেভাগেই শুরু হতে পারে শীতের তীব্রতা।

 

ঋতুর হিসাবে দেশে শীতকাল আসতে এখনো বাকি। কিন্তু কার্তিকের শেষ দিকে দেশের উত্তরাঞ্চলে শুরু হয়েছে শীতের আমেজ। দিনে তেমন অনুভব না হলেও, সন্ধ্যা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঠাণ্ডা। রাত ও ভোরে শীতের প্রকোপ আরও বেশি থাকছে।

প্রতি ভোরে বইছে হালকা কুয়াশা, ঘাসের ডগায় দেখা মিলছে শিশির বিন্দু।

ভোর থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকে উত্তরের জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্দা, রংপুর ও কুড়িগ্রামে। হিমালয়ের কাছে অবস্থান হওয়ায় অন্য জেলার তুলনায় এখানে শীতের তীব্রতাও সবচেয়ে বেশি। অনেকে শরীরে জড়িয়েছেন শীতের পোশাক।


আরও পড়ুন:

বিএনপি দেউলিয়া হয়ে সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে: কাদের

কাজাখস্তানের জালে ফ্রান্সের গোল উৎসব

সিলেটের সেই লেডিবাইকারকে খুঁজছে পুলিশ


আবহাওয়া অধিদফতর বলছে, সাগরে আরেকটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে। তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হবে। নভেম্বরের শেষের দিকে শীতের তিব্রতা আরও বাড়বে, যা অব্যাহত থাকবে।

এবার মৌসুমী বায়ু বিদায় নেয়ার সঙ্গে সঙ্গে শীত একটু আগেভাগে হাজির হয়েছে। তবে কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তারপর আবারও কমতে শুরু করবে।

news24bd.tv নাজিম