কাপড়ের কালির দাগ দূর করার টিপস

কাপড়ের কালির দাগ দূর করার টিপস

অনলাইন ডেস্ক

পছন্দের কাপড়ে অসাবধানতায় কালির দাগ লেগে গেলে বিব্রত তো বটেই, সঙ্গে কাপড়টি আর না পরতে পারার জন্য মন খারাপ হতে পারে। তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ কাপড় থেকে উঠে যাবে কলমের কালির দাগ। কাপড়ের কালির দাগ দূর করার কিছু উপায়–

টুথপেস্ট : কাপড়ে কালি লেগে গেলে তা ঘষে না উঠিয়ে সেখানে একটু সাদা টুথপেস্ট লাগিয়ে রাখুন।

১৫ মিনিট পর শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে হালকা করে ঘষে ধুয়ে নিন। দাগ হালকা হয়ে যাবে।

দুধ ও ডিটারজেন্ট : কাপড়ের কালি লাগা অংশটুকু কাঁচা দুধে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর ডিটারজেন্ট সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে কালির দাগ হালকা হয়ে আসবে।

গ্লিসারিন : গ্লিসারিন হালকা গরম করে কাপড়ের কালির দাগের ওপর কয়েকবার ভালোভাবে ঘষে ডিটারজেন্ট সাবান দিয়ে ধুয়ে নিন। সম্ভব হলে কয়েক ফোঁটা অ্যামোনিয়া যোগ করে নিতে পারেন গিস্নসারিনের সঙ্গে। দাগ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে কাপড়ের নরম ভাবটাও বজায় থাকবে।

নেইল রিমুভার : নেইল রিমুভার দিয়েও কলমের কালির দাগ ওঠানো যায়।

হেয়ার স্প্রে : কালির দাগের ওপর হেয়ার স্প্রে দিয়ে কয়েকবার স্প্রে করুন। শুকানোর পর ধুয়ে ফেলুন। দেখবেন কালি চলে গেছে।


আরও পড়ুন:

বিএনপি দেউলিয়া হয়ে সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে: কাদের

কাজাখস্তানের জালে ফ্রান্সের গোল উৎসব

সিলেটের সেই লেডিবাইকারকে খুঁজছে পুলিশ


ভিনেগার : একটি পাত্রে গরম পানিতে এক-দুই চামচ ডিটারজেন্ট আর এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে কালির দাগ লাগা কাপড়টি ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। কাপড়ের দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।

লেবুর রস : কালির দাগ লাগা জায়গায় লেবুর রস দিয়ে ভালো করে কিছুক্ষণ ঘষুন। একটু পর ধুয়ে ফেললেই দাগ হালকা হয়ে যাবে।

news24bd.tv নাজিম