কয়লা চালিত বিদ্যুতের মৃত্যু ঘণ্টা শোনাচ্ছে জলবায়ু চুক্তি

কয়লা চালিত বিদ্যুতের মৃত্যু ঘণ্টা শোনাচ্ছে জলবায়ু চুক্তি

অনলাইন ডেস্ক

কপ-২৬, জলবায়ু চুক্তি কয়লা চালিত বিদ্যুতের মৃত্যু ঘণ্টা শোনাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চুক্তিটিকে গেম চেঞ্জিং হিসেবে আখ্যা দিয়ে চমৎকার অর্জন বলে জানিয়েছেন তিনি।  

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জানান, লবিং করা, মিষ্টি কথা বলতে পারা, উৎসাহ জোগাতে পাড়ার ক্ষমতা থাকলেও একটি সার্বভৌম রাষ্ট্রকে তার অনিচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করাতে বাধ্য করতে পারেননা তারা। শেষপর্যন্ত রাষ্ট্রগুলোই সিদ্ধান্ত নিবে এবং অবশ্যই এটির পাশে থাকতে হবে বলেও মন্তব্য করেন বরিস।

আরও পড়ুন:


আমি মাথা উঁচু করেই কথা বলব: ডা. মুরাদ

উল্লেখ্য, স্কটল্যান্ডের গ্লাসগোতে দুই সপ্তাহের কপ২৬ জলবায়ু সম্মেলনের পর শনিবার একটি চুক্তিতে সম্মত হয়েছেন বিশ্ব নেতারা। এটিই প্রথম জলবায়ু চুক্তি, যেখানে পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি কয়লার ব্যবহার কমানোর পরিকল্পনা করা হয়েছে। তবে সমালোচকেরা বলছেন এই চুক্তি যথেষ্ট নয় এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সীমিত রাখার লক্ষ্য পূরণ করবে না।  

news24bd.tv রিমু