ওয়েবিলের নামে রাজধানীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়

ওয়েবিলের নামে রাজধানীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়

Other

ঘোষণা করে বন্ধ করা হলেও এখনো রাজধানীর রাজপথে চলছে সিটিং সার্ভিস বাস। ওয়েবিল এর নামে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। এমনই বেশ কিছু অভিযোগ মেলায় জরিমানার আওতায় আনা হয়েছে বেশকিছু পরিবহনকে।

বিপুল সংখ্যক যাত্রীর কাছ থেকে সিটিং সার্ভিস, ওয়েবিল সহ নানান অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করছে বাস কর্তৃপক্ষ।

বিআরটিএ ও পরিবহন মালিক সমিতির চালানোর যৌথ অভিযানে মেলে যার সত্যতা।  

তবে বিগত দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা অনেকটাই কমেছে বলে জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।  

তবে সিটিং সার্ভিসের নামে এখনো অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। আবার অনেকের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দেখতে চাইলেও টা দেখানো হয় না তাদের।

ওয়েবিল যুক্ত পড়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে বাধ্য হচ্ছেন চালক-কন্টাকটররা।  

বিআরটিএ বলছে, নিয়মিত অভিযানের ফলে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রবণতা অনেকটাই কমে এসেছে। ভাড়া দেয়ার বিষয়ে সচেতন হতে শুরু করেছেন যাত্রীরাও।

বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া নৈরাজ্য ঠেকাতে রাজধানীর দশটি পয়েন্টে অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন:

জুতায় মদ পান করে অজিদের বিশ্বকাপ উদযাপন!


news24bd.tv/ নকিব