ওযু করতে গিয়ে ফোন পানিতে পড়লে ফ্রি সার্ভিসিং

ওযু করতে গিয়ে ফোন পানিতে পড়লে ফ্রি সার্ভিসিং

অনলাইন ডেস্ক

নামাজের জন্য ওযু করার সময় হাত ও পকেট থেকে মোবাইল ফোন পানিতে পড়ে গিয়ে নষ্ট হলে সার্ভিসিং ফ্রি। এরকমই সাইনবোর্ড ঝুলানো হয়েছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন মসজিদে ও দোকানের সামনে। এই সাইনবোর্ড পথচারীসহ সকল মানুষকে দৃষ্টি আকৃষ্ট করছে।

মহৎ এ উদ্যোগের মাধ্যমে নজির স্থাপন করেছেন উপজেলার গোবিন্দাসী বাজারের আব্দুর রহমান টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের পরিচালক মেকানিক সোহেল রানা।

এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সোহেল রানা সংবাদমাধ্যমকে জানান, আগে থেকেই আমার একটা স্বপ্ন কিভাবে জনকল্যাণমূলক কাজ করা যায়। আর সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতেই এমন উদ্যোগ নিয়েছি। আর এমন উদ্যোগে মানুষের কাছ থেকে বেশ উৎসাহ ও অনুপ্রেরণা পাচ্ছি।

আরও পড়ুন:

গুপ্তচর সন্দেহে এক পরিবারের ৪ জনকে খুন!

বিয়ে করতে অস্বীকার করে মেসেজ ; ছাত্রীর আত্মহত্যা

রিজওয়ানের 'বালিশ প্রেমের' নেপথ্যের গল্প!

তিনি আরও বলেন, ওযু করতে গিয়ে নষ্ট হওয়া মোবাইল বিনা পয়সায় মেরামত করার পর থেকে কাজকর্ম অনেক বেড়ে গেছে।

আর আমার কাজটা হবে নামাজ পড়তে যাওয়া মানুষদের জন্য। বিনা পয়সায় কাজটা করে দিলে তারা আমার জন্য দোয়া কবরে। এছাড়া আমার এই উদ্যোগ দেখে অন্যরাও এমন মহৎ কাজে উৎসাহিত হবে।

 news24bd.tv/এমি-জান্নাত