রূপচর্চায় আমরা কত কিছুই না করি। আজ আমরা রূপচর্চার কাজে চকোলেটের ব্যবহার নিয়ে আলোচনা করবো। চলুন জেনে নেওয়া যাক রূপচর্চায় চকলেট কীভাবে ব্যবহার করবেন-
চকোলেট ক্লিনজার:
ডার্ক কোকো পাউডার ও দুধের সঙ্গে যেকোনো ক্লিনজার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হবে চকোলেট ক্লিনজার। এই ক্লিনজার ব্যবহার করলে তা যেকোনো ত্বকেই উপকার বয়ে আনবে।
চকোলেট-মুলতানি মাটির প্যাক:
আপনি যদি চকোলেটের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে ব্যবহার করেন তবে বেশি উপকার পাবেন। এতে খরচও খুব একটা হবে না। ফেসপ্যাকে কোকো পাউডার বা চকোলেটের গুঁড়া থাকলে তা সেলুলার মেটাবলিক প্রক্রিয়ায় বলিরেখা দূর করে। সেসঙ্গে এটি ত্বকের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলতেও কাজ করে। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে দূর হয় ত্বকের কালো দাগ। এভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে আপনার ত্বকের উজ্জ্বলতা।
আরও পড়ুন:
আমির হোসেন আমু: রাজনীতির ব্যাঘ্র পুরুষ
কয়লা চালিত বিদ্যুতের মৃত্যু ঘণ্টা শোনাচ্ছে জলবায়ু চুক্তি
এমপিদের তোপের মুখে বিএনপি সাংসদ হারুনের ওয়াকআউট
খেয়াল রাখবেন:
চকোলেট দিয়ে তৈরি ফেসপ্যাক খুব বেশিদিন ফ্রিজে রাখবেন না। কারণ, ফ্রিজে চকোলেট রাখলে এর ওপরে একটি সাদা আস্তরণ পড়ে। এতে লোমকূপ বন্ধ হয়ে ব্রণসহ ত্বকের আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
news24bd.tv নাজিম