র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য পরিচয়ে টিকটক করে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম টিকটক রাজ ওরফে রাকিব। রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
আজ সোমবার (১৫ নভেম্বর) রাতে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে র্যাব ও বিজিবির ইউনিফর্ম পরে টিকটক ব্যবহার করে প্রতারণা, নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। ’
আরও পড়ুন:
এভাবে বলতে পারেন না মাহবুব তালুকদার: সিইসি
মিরপুরে অনুশীলনে জাতীয় পতাকা টানালো পাকিস্তান
news24bd.tv/তৌহিদ