রাঙামাটিতে ৫ একর গাজার বাগান ধ্বংস

প্রায় ৫একর জমির গাজা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার আগে।

রাঙামাটিতে ৫ একর গাজার বাগান ধ্বংস

অনলাইন ডেস্ক

রাঙামাটির কাউখালীতে প্রায় ৫একর গাজার বাগান ধ্বংস করেছে চট্টগ্রামের র‌্যাব-৭। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০লাখ টাকা। এসময় বাগান মালিক জ্যোতিময় চাকমাকে (৩৬) আটক করে র‌্যাব সদস্যরা। সোমবার ভোরে কাউখালী উপজেলার জেবাছড়ি ইউনিয়নে এ গাজার বাগানের সন্ধান মিলে র‌্যাব সদস্যদের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাজার চাষী পাহাড়ি আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের অধিনে এ বাগান পরিচালনা করতো বলে স্বীকার করেছে বলে জানান চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির কাউখালী উপজেলার জেবাছড়ি ইউনিয়নে
অভিযানে যায় চট্টগ্রামের র‌্যাব ৭এর সদস্যরা। র‌্যাবের অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ নেতৃত্বে ওই এলাকার
প্রায় ৫একর জমির গাজা বাগান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এসময় গাজা চাষী জ্যোতিময় চাকমাকে আটক করে
তারা।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ জানান পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক
সশস্ত্র সন্ত্রাসী দলগুলো অস্ত্রের টাকার উৎস হিসেবে এ গাজা চাষ করে থাকে। কারণ অবৈধ মাদক গাজার মূল্য বেশি।
তাই পাহাড়ি আঞ্চলিক দলগুলো জুম চাষীদের প্রভাবিত করে গাজা চাষ করতে বাধ্য করে। তিনি বলেন, গাজার বাগান
মালিক যাকে আটক করা হয়েছে সেও অধিক লাভের আশায়  পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের কথা এ গাজা চাষ করেছিল। তার
বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: 


এভাবে বলতে পারেন না মাহবুব তালুকদার: সিইসি

শাকের সঙ্গে গাঁজা চাষ

মিরপুরে অনুশীলনে জাতীয় পতাকা টানালো পাকিস্তান


 news24bd.tv/তৌহিদ