হাসান আজিজুল হক নেই! ভাবতে পারছিনা

হাসান আজিজুল হক নেই! ভাবতে পারছিনা

Other

হাসান আজিজুল হক নেই! এর চেয়ে বেশি আর কিছুই ভাবতে পারছিনা।

বাংলাদেশের কথাসাহিত্যের জন্যে এই ক্ষতি অপূরনীয় বললে সবটা বলা হয়না। কিন্তু শেষ বিচারে ভাষা খুব সীমাবদ্ধ - আমাদের সব অনুভূতি, আমাদের সব কথা ধারন করতে পারে না।

 আরও পড়ুন:

অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে বাড়ছে কানের সমস্যা

ফোন কল রেকর্ড করছে কেউ? যেভাবে বুঝবেন


যে কোন লেখক যেভাবে বেঁচে থাকেন হাসান ভাইও সেইভাবেই আমাদের মধ্যে থাকবেন তাঁর লেখার মধ্যে।

যে কথাটা নিঃসংশয়ে বলতে পারি, বাংলা কথাসাহিত্যের ইতিহাস হাসান আজিজুল হককে বাদ দিয়ে লেখা যাবে না।

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। ) 

news24bd.tv রিমু