সম্মান করার ব্যাপারটা এক তরফা হয় না

সম্মান করার ব্যাপারটা এক তরফা হয় না

Other

সম্পর্কের ভিত্তি হচ্ছে সম্মান, পরষ্পরের প্রতি সম্মানবোধ। এই সম্মানবোধ কিংবা সম্মান করার ব্যাপারটা এক তরফা হলে হয় না, এক তরফা হয়ও না। সম্পর্কটা কোন ধরণের – সেটা মূখ্য মোটেও না। সব ধরনের সম্পর্কের ভিত্তিই হচ্ছে সম্মান করা, করতে পারা।

 

সম্পর্কটা প্রেম-ভালোবাসার, স্বামী স্ত্রী, পরিবারের সদস্য, আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া -পড়শী- যাই হোক না কেন, এমনকি রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের, সরকারের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কের ভিত্তিটাও হতে হয় সম্মানের। কোনো একপক্ষ, অন্য পক্ষকে সম্মান করতে না পারলে, সম্মান না করলে সেখানে সম্পর্কটা আর সম্পর্ক থাকে না।

 আরও পড়ুন:

হাসান আজিজুল হক নেই! ভাবতে পারছিনা


ভালো রাষ্ট্র তার নাগরিকদের সম্মান দেখায়, ভালো শাসক তার দেশেরর জনগনকেই সবচেয়ে বেশি সম্মান দেন।

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব।

এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। ) 

news24bd.tv রিমু