জনগণের নিরাপত্তা ও উন্নয়নের কথা মাথায় রেখে বিশ্বের প্রথম অলাভজনক শহর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজের।
স্থানীয় সময় রবিবার তিনি বলেন, শহরটি বিশ্বব্যাপী অলাভজনক খাতের উন্নয়নের জন্য একটি মডেল এবং যুব ও স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলোর পাশাপাশি স্থানীয় এবং আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর জন্য ইনকিউবেটর হিসাবে কাজ করবে।
প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, দেশটির ওয়াদি হানিফা সংলগ্ন ইরকাহ পাড়ায় ৩.৪ বর্গ কিলোমিটার এলাকায় যুবরাজের দানকৃত জমিতে শহরটি প্রতিষ্ঠা করা হবে।
শহরটিতে ডিজিটাল টুইন মডেল বাস্তবায়ন করা হবে। মোট এলাকার ৪৪ শতাংশের বেশি বরাদ্দ করা হবে সবুজ জায়গা ও বনায়নের জন্য।
আরও পড়ুন:
পূর্ণিমার ছবিতে কমেন্ট করে বিপাকে ওমর সানী!
news24bd.tv/ নকিব