ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ-মহড়ায় দুই আরব দেশ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ-মহড়ায় দুই আরব দেশ

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সঙ্গে সামরিক নৌ-মহড়ায় অংশ নিয়েছে আরব আমিরাত এবং বাহরাইন। গত বুধবার (১০ নভেম্বর) লোহিত সাগরে পাঁচ দিনের এই নৌ-মহড়া শুরু হয়েছে। খবর বিবিসির।

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে এবং নৌবাহিনীর দক্ষতা বৃদ্ধি এই প্রশিক্ষণের লক্ষ্য বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

২০২০ সালের সেপ্টেম্বরে আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অ্যাব্রাহাম চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির পর দেশগুলো এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।

অন্যদিকে, ইরানও হরমুজ প্রণালীতে তাদের নিজস্ব নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা নৌবাহিনীর উপস্থিতির ঘোর বিরোধিতা করে তারা।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরান উপসাগরীয় আরব দেশগুলো থেকে মার্কিন সেনাবাহিনীকে বহিষ্কারের জন্য প্রায়ই আহ্বান জানিয়ে আসছে।

আরও পড়ুন:

তিন বস্তিতে পূর্ণবয়স্কদের টিকা দেওয়া শুরু


news24bd.tv/ নকিব