পিএফইসি গ্লোবালের উদ্যোগে শিক্ষামেলা সমাপ্ত

পিএফইসি গ্লোবালের উদ্যোগে শিক্ষামেলা সমাপ্ত

অনলাইন ডেস্ক

পিএফইসি গ্লোবালের উদ্যোগে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র মালেশিয়ার প্রায় ১০০ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী শিক্ষামেলা।  

মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় গত ১৩ই নভেম্বর শনিবার পিএফইসি গ্লোবাল ঢাকার হোটেল সারিনাতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলার আয়োজন করে। বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে তথ্য জানতে মেলায় ভিড় জমান শিক্ষার্থীরা।   

সকালে ‘মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো-২০২১’ শীর্ষক এ মেলার উদ্বোধন করেন পিএফইসি গ্লোবালের প্রধান নির্বাহী শহীদুল ইসলাম ও কান্ট্রি ডিরেক্টর ফারিহা বেগম।

শিক্ষার্থীরা যাতে বিদেশে উচ্চ শিক্ষার বিভিন্ন কোর্স, স্কলারশিপসহ সেখানে থাকার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারে সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের কাছ থেকে সেই সুবিধার্থে এ মেলার আয়োজন করে পিএফইসি গ্লোবাল।  

দিনব্যাপী এই মেলায় প্রায় তিন শতাধিকেরও অধিক শিক্ষার্থী অভিভাবকসহ উপস্থিত হয়ে তাদের বিভিন্ন অনুসন্ধান নিয়ে সরাসরি প্রতিনিধিদের সাথে ভর্তি ও স্কলারশিপ নিয়ে খোঁজ-খবর নিয়ে কথা বলার সুযোগ পান।

এছাড়াও, প্রত্যেক শিক্ষার্থীর জন্য ছিল পিএফইসি গ্লোবালের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার।

আরও পড়ুন:

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ-মহড়ায় দুই আরব দেশ


 

news24bd.tv/ নকিব