বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও

অনলাইন ডেস্ক

টাঙ্গাইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আইনউদ্দিন (৬৫) ও আনোয়ার হোসেন (৩৩) নামের দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বাবা ও ছেলে।

আজ ভোরে উপজেলার গোসাইজোয়াইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া আইনউদ্দিন কৃষি কাজ করতেন ও আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

  

ঘারিন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৫ নভেম্বর) আনোয়ার নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কেনেন। রাতে অটোরিকশাটি বাড়িতেই চার্জ দিয়ে রাখেন। ভোর চারটার দিকে অটোরিকশার চার্জ দেওয়া বন্ধ করতে সংযোগ খুলতে গেলে আনোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন।


আরও পড়ুন:

সৌদি আরবের উপহারের ১৫ লাখ টিকা পেলো বাংলাদেশ

ক্যাম্পাসেই শায়িত হবেন হাসান আজিজুল হক


এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে আইনউদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের আর্তচিৎকারে আনোয়ার হোসেনের মা দ্রুত বিদ্যুৎ সংযোগের মেইন লাইন বন্ধ করে দেন। গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

news24bd.tv নাজিম