নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনের পথেই হাঁটতে চায় বিএনপি

নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনের পথেই হাঁটতে চায় বিএনপি

Other

জোটগত নয়, নব্বই এর মডেলে যুগপৎ আন্দোলনের পথে হাঁটতে চায় বিএনপি। বৃহত্তর ঐক্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে এককভাবে কথা চলছে এখন। ঐক্যের ক্ষেত্রে জামায়তকে নিয়ে এক মঞ্চে আন্দোলনে অনেকের আপত্তি থাকায় বিকল্প পথে বেছে নিয়েছে দলটি। আলাদা আলাদা মঞ্চে বা জোটে থেকেও একই উদ্দেশ্য নিয়ে কর্মসূচি পালন করে, আন্দোলন সফল হবে বলে মনে করছেন, সরকারবিরোধী রাজনীতিকরা।

তবে এই বৃহত্তর ঐক্যে কারা কারা যুক্ত হচ্ছেন, সে বিষয়ে এখনি মুখ খুলতে চায় না বিএনপি।    

সম্প্রতি শেষ হওয়া বিএনপির সিরিজ বৈঠক থেকে যে কয়টি সিদ্ধান্ত এসেছে, তার মধ্যে অন্যতম হল বৃহত্তর ঐক্যের মাধ্যমে সরকার পতনের আন্দোলনে যাওয়া। এরইমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা তাদের বক্তব্যে এই আহ্বান জানাচ্ছেন।

তবে এ পর্যন্ত কারা কারা বিএনপির আহ্বানে সাড়া দিয়েছে সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২০ দলীয় জোট আর জাতীয় ঐক্য ছাড়াও অনেকের সাথে তাদের আলাপ চলছে।

সাড়াও পাচ্ছেন। খুব দ্রুতই যুগপৎ কর্মসূচির দিকে এগোবেন তারা। এরপর ধীরে ধীরে আরও অনেকে সেই ঐক্যে যুক্ত হতে থাকবেন।

প্রগতীশীল অনেক দলই জামায়াতের সাথে একমঞ্চে যেতে আপত্তি তোলায়,জামায়াতসহ একমঞ্চে কোন কর্মসূচিতে যাবেনা  নতুন ঐক্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।  

আরও পড়ুন:

ফের সক্রিয় হচ্ছে ১৪ দলীয় জোট


নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বৃহত্তর ঐক্যের বিষয়ে বলেন, নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনকে মডেল হিসেবে নিয়েই, এই ঐক্য যুগপৎ কর্মসূচি দেবে এমনটাই কথা হয়েছে। তবে এখনও পর্যন্ত এটার কোন অগ্রগতি নেই।  

মান্না আরও জানান, সরকার পতনের আন্দোলন করে তারা মূলত, একটি নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্বাচন চায়।  

news24bd.tv রিমু