জানা গেল পাকিস্তানের 'পতাকা অনুশীলনের' আসল কারণ

জানা গেল পাকিস্তানের 'পতাকা অনুশীলনের' আসল কারণ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ টি-টোয়েন্টি শেষ করেই বাংলাদেশে খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার (১৩ নভেম্বর) দেশে এসে পৌঁছালেও গতকাল সোমবার প্রথম অনুশীলনে নামে পাকবাহিনী। তবে তারা মাঠে নিজ দেশের পতাকা উড়িয়ে অনুশীলন করায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর এই বিষয়ে চলে নানা যুক্তিতর্ক।

অবশেষে এর কারণ ব্যাখ্যা করলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস।

তিনি বলেন, ‘কোচ সাকলায়েন মুশতাক ক্রিকেটারদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এই কৌশল চালু করেন। তিনি জাতীয় দলে যোগ দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতিতে এটি প্রথম চালু করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা তা অনুসরণ করেছি।

ইব্রাহিম আরো বলেন, ‘এর আগে সাকলায়েন মুশতাক যখন অনূর্ধ্ব-১৬ আর অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে ছিলেন একই কাজ করেছিলেন তিনি। এছাড়া ন্যাশনাল হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্পেও এমনটা করতে দেখা গেছে সাকলাইনকে। এবার জাতীয় দলের দায়িত্ব নিয়েও তিনি এটি অব্যাহত রেখেছেন। ’

প্রসঙ্গত, বিশ্বকাপে আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজের সূচি ছিল পাকিস্তানের। নিরাপত্তার কারণ দেখিয়ে কিউইরা দেশে ফিরে গেলে হেড কোচের দায়িত্ব নেন সাকলায়েন মুশতাক।

আরও পড়ুন:

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ-মহড়ায় দুই আরব দেশ


 

news24bd.tv/ নকিব