স্মার্টফোনে যেসব অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না
স্মার্টফোনে যেসব অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না

স্মার্টফোনে যেসব অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না

অনলাইন ডেস্ক

হ্যাকারদের হাত থেকে ফোনকে নিরাপদ রাখতে আমরা কতভাবেই না সতর্ক থাকি। এবার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের বিপদ থেকে রক্ষা করতে সম্প্রতি বেশ কয়েকটি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে গুগল প্লে স্টোর থেকে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপগুলো বিপজ্জনক হয়ে উঠেছে আপনার ফোনের জন্য।   

১।

নাও QR কোড স্ক্যান

২। ইমোজি ওয়ান কিবোর্ড

৩।   ব্যাটারি চার্জিং অ্যানিমেশনস ব্যাটারি ওয়ালপেপার

৪। ড্যাজলিং কিবোর্ড

৫।

ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইকুয়ালাইজা।

আরও পড়ুন:


ফোন কল রেকর্ড করছে কেউ? যেভাবে বুঝবেন


৬। ক্লাসিক ইমোজি কিবোর্ড

 এ অ্যাপগুলো আপনার স্মার্টফোনে থাকলে এখনই ডিলিট করে ফেলুন।