বুস্টার ডোজের কথা সরকার চিন্তা-ভাবনা করছে: স্বাস্থ্যমন্ত্রী

বুস্টার ডোজের কথা সরকার চিন্তা-ভাবনা করছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

করোনা টিকার বুস্টার ডোজের কথা সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বুস্টার ডোজ নিয়ে চিন্তা-ভাবনা চলছে তবে দেশের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরে সেটি দেওয়া হবে।

আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।  

মন্ত্রী বলেন, যদি বুস্টার ডোজের কখনও প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই দেব।

এটা শুধু প্রবাসী নয়, বাংলাদেশেও যখন আমরা সবাইকে টিকা দিয়ে ফেলতে পারব তখন।


আরও পড়ুন:

সৌদি আরবের উপহারের ১৫ লাখ টিকা পেলো বাংলাদেশ

ক্যাম্পাসেই শায়িত হবেন হাসান আজিজুল হক


তিনি বলেন, মোটামুটি একটা পর্যায় গেলে তখন আমাদের টেকনিক্যাল কমিটি আছে ওনাদের পরামর্শ অনুযায়ী করা হবে। এক্ষেত্রে যারা ভালনারেবল পপুলেশন তাদের আমরা আগে দেওয়ার কথা চিন্তা করব। যেভাবে অন্যান্য দেশে শুরু হয়েছে আমরাও সেটা চিন্তা-ভাবনা করবো।

news24bd.tv নাজিম