চেয়ারম্যান পদে লড়ছেন রাজবাড়ীতে গুলিতে নিহত সেই আ.লীগ নেতার স্ত্রী

চেয়ারম্যান পদে লড়ছেন রাজবাড়ীতে গুলিতে নিহত সেই আ.লীগ নেতার স্ত্রী

অনলাইন ডেস্ক

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যার পর তার জায়গায় চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তার স্ত্রী শেফালী আক্তার।

গতকাল সোমবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নিহত আব্দুল লতিফ মিয়ার স্ত্রী শেফালী আক্তার ছাড়া এখন পর্যন্ত বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আর কেউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

প্রার্থী শেফালী আক্তার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক ছিলেন আমার স্বামী।

আমি নিজেও বানীবহ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আমার স্বামীর জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার স্বামীকে যেই রাজনীতির জন্য জীবন দিতে হয়েছে, সেই রাজনীতির মাঠ ছাড়বো না আমি। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ আমার পাশে রয়েছেন।

দলীয় মনোনয়নের মাধ্যমে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে বানীবহ ইউনিয়নের মহিষবাথান গ্রামের নিজ বাড়ির কাছে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করে।

আরও পড়ুন


পাহাড়ের টিলায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news24bd.tv এসএম