কোহলির রেস্তোরাঁয় সমকামী নিষিদ্ধের অভিযোগ

কোহলির রেস্তোরাঁয় সমকামী নিষিদ্ধের অভিযোগ

অনলাইন ডেস্ক

খেলাধুলার পাশাপাশি ক্রিকেটারদের অন্য ব্যবসা চালানো বর্তমান সময়ে বেশ সাধারণ বিষয়। ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় বিরাট কোহলিও তার ব্যতিক্রম নন। ভারতের পুনেতে ওয়ান-৮ নামে একটি রেস্তোরাঁ রয়েছে তার।

তবে সম্প্রতি তার রেস্তোরাঁ ওয়ান-৮ কমিউন বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

পুনের ওই রেস্তোরাঁর বিরুদ্ধে সমকাম-বিদ্বেষের অভিযোগ তুলেছে সমকামী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইয়েস উই এক্সজিস্ট। খবর আনন্দবাজার পত্রিকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওই সংগঠন অভিযোগ জানিয়েছে, কোহলির রেস্তোরাঁয় শুধুমাত্র 'নারী-পুরুষ' যুগল ও মেয়েদের ঢুকতে দেয়া হয়। সমকামীদের প্রবেশে অনুমতি নেই ওখানে।

প্রথমে তাদের পক্ষ থেকে সরাসরি বার্তা পাঠানো হলেও কোনো জবাব মেলেনি। পরে ফোন করে যোগাযোগ করা হলে রেস্তোরাঁর ওই শাখা বিষয়টি স্বীকার করে নেয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

যদিও লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের সমস্ত অভিযোগই অস্বীকার করেছে ওয়ান-৮ কমিউন।

ওয়ান-৮ কমিউনের দিল্লি শাখার কর্মী নীহারিকা কুরার বলেন, আমাদের রেস্তোরাঁয় ছেলেরা ঢুকতেই পারে। আমরা অতিথিকে না বলতে পারি না। যখন রেস্তোরাঁ ভর্তি থাকে, তখনই একা আসা পুরুষদের ফিরিয়ে দিতে হয়। কিংবা কেউ ছোট প্যান্ট পরে এলে তাকেও ঢুকতে দেয়া হয় না।

আরও পড়ুন:

ক্যাটরিনার বিয়েতে যে কারণে থাকছেন না সালমান


news24bd.tv/ নকিব