সংস্কারের ৪ মাসেই দেবে গেল কুষ্টিয়ার আঞ্চলিক মহাসড়ক

Other

সংস্কারের চার মাসের মাথায় আবারও কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দেবে গেছে। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে গর্তের। আর আড়াইমাসের মধ্যেই কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়ক আবারো চলাচলের অনুপযোগী হয়ে গেছে।  

অন্যদিকে দুইদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই কুষ্টিয়া-খুলনা জাতীয় মহাসড়কের পুন:নির্মাণ কাজ থেমে গেছে।

এসব সড়কজুড়ে চরম ভোগান্তিতে চলাচলকারীরা।  

কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়ক দেবে যাওয়ায় আড়াই মাস আগেই ইট ফেলে সংস্কার করা হয়। আবার সেখানে গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

অন্যদিকে চার মাস আগে সংস্কার করা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কেরও একই অবস্থা। কুমারখালী বাসস্ট্যান্ডে এবং গড়াই সেতুর উপর যানবাহনের চাকার চাপে নালার মতো করে দেবে গেছে। গর্ত হয়েছে সড়কের বিভিন্ন পয়েন্টে। চরম ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে- বলছেন চালকরা।


আরও পড়ুন:

সৌদি আরবের উপহারের ১৫ লাখ টিকা পেলো বাংলাদেশ

ক্যাম্পাসেই শায়িত হবেন হাসান আজিজুল হক

জানা গেল পাকিস্তানের 'পতাকা অনুশীলনের' আসল কারণ


বারবার কেন এমন হচ্ছে, ঠিকাদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন কি-না? এমন প্রশ্ন ছিলো- সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে। নিম্নমানের কাজের কারণে মহাসড়কগুলোর এ পরিস্থিতি- বলছেন সচেতন নাগরিকরা। জনগণের অর্থে করা কাজ বুঝে নিতে চান তারা।

যানবাহনের চাকার সাথে ধূলো উড়ে কুয়াশার মতো অন্ধকার হয়ে যাচ্ছে কুষ্টিয়ার এসব মহাসড়ক। দূষিত হচ্ছে পরিবেশ, ঘটছে দুর্ঘটনাও।

news24bd.tv নাজিম