চুল পড়া সমস্যার সহজ দুটি সমাধান

চুল পড়া সমস্যার সহজ দুটি সমাধান

অনলাইন ডেস্ক

চুলের দুটি সাধারণ সমস্যা হলো, চুল পাতলা হয়ে যাওয়া এবং পড়ে যাওয়া। চলুন এই সমস্যার দুইটি সমাধান নিয়ে আলোচনা করা যাক।

পেঁয়াজের রস:

পেঁয়াজের রসের মধ্যে প্রচুর পরিমাণে সালফার এবং একটি ফাইটোকেমিক্যাল উপাদান রয়েছে। যা চুল পড়ে যাওয়ার প্রতিরোধ করে এবং চুলকে বৃদ্ধি হতে সাহায্য করে।

এটি চুলের রেখা পুনঃবৃদ্ধি হ্রাস করতে এবং আপনাকে উজ্জ্বল, নরম চুল দিতে সহায়তা করে।

এর জন্য একটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটা মিক্সিতে পেস্ট করে নিন। এবার ওই পেস্ট থেকে পেঁয়াজের রস ছেঁকে নিন। এবার রসটা স্ক্যাল্পে ও চুলের ওপর প্রয়োগ করুন।

৫ মিনিট ম্যাসেজ করুন এবং ২০ মিনিটের জন্য মাথায় রেখে দিন। তারপর সাধারণ পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন।


আরও পড়ুন:

সৌদি আরবের উপহারের ১৫ লাখ টিকা পেলো বাংলাদেশ

ক্যাম্পাসেই শায়িত হবেন হাসান আজিজুল হক

জানা গেল পাকিস্তানের 'পতাকা অনুশীলনের' আসল কারণ


আমলকির পাউডার:

শীতের মৌসুমের একটি জনপ্রিয় ফল হচ্ছে আমলকি। এই আমলকি শরীরের পাশাপাশি চুলের জন্যও কার্যকর এই ফলটি। এটি চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। তার সঙ্গে স্ক্যাল্পকে রাখে হাইড্রেট। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা চুলের বৃদ্ধিতে সহায়ক। আমলকির পাউডার কীভাবে চুলে ব্যবহার করবেন জেনে নিন-

২ চামচ আমলকির পাউডারের সঙ্গে ২ চামচ শিকাকাই পাউডার যোগ করুন। পরিমাণমতো পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্টটি স্ক্যাল্পে ও চুলের ওপর প্রয়োগ করুন এবং ৪৫ মিনিট রেখে দিন। তারপর কোনো হার্বা‌ল শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক