ফরিদপুরের বোয়ালমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে সোমবার রাতে মামলা করেছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার একটি গ্রামে ভাড়া বাসায় বাবা-মা সহ থাকে শিশুটি। বাবা বাইরে বিভিন্ন জায়গায় করে।
শিশুটি চিৎকার করলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলে যায় ওই ব্যক্তি।
ঘটনার পরে শিশুটি ওই স্থান থেকে আলফাডাঙ্গা উপজেলা হলরুমে অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় তার বাবা তাকে ডেকে বাড়িতে নিয়ে যায়। বাড়ি যাওয়ার পর শিশুর মা রক্তক্ষরণ দেখে। পরে শিশুটি মায়ের কাছে সব ঘটনা খুলে বলে।
পরে শিশুটিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে ওসিসিতে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন:
বাসভাড়া কমানোর দাবিতে রাস্তা অবরোধ
মোংলা বন্দরে জাহাজ ডুবি, মিলল ২ নাবিকের লাশ
আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে মঙ্গলবার বিকেল মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান জানান।
তিনি বলেন, ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে।
news24bd.tv/তৌহিদ