আগামী বছরের ডিসেম্বরে পাখা মেলছে স্বপ্নের মেট্রোরেল

Other

আগামী বছরের ডিসেম্বরে ১০ থেকে ১২টি ট্রেন দিয়ে দেশে প্রথমবারের মত যাত্রা শুরু করবে মেট্রোরেল। চলবে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত। মঙ্গলবার মেট্রোরেল এলাকা পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান প্রকল্প পরিচালক।  

এসময় জাপানের রাষ্ট্রদূত আশা করেন-বাংলাদেশের অগ্রযাত্রায় মেট্রোরেল আরও বেশি ভূমিকা রাখবে।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে নির্মিত হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। তথ্য বলছে-এখন পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২ ভাগ। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সার্বিক অগ্রগতি ৮৯ ভাগ।

মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শনে যান বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

এসময় সঙ্গে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি নির্বাচক হাবিবুল বাশার, নির্বাচক আব্দুর রাজ্জাক এবং টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এসময় প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান- বর্তমানে ৭টি ট্রেন ট্রায়ালে রয়েছে।  


আরও পড়ুন:

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে গ্যালারিতে ফিরছে দর্শক, জানা গেলো টিকিটের মূল্য

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

পাকিস্তানের পতাকা লাগিয়ে কীসের প্র্যাকটিস: তথ্য প্রতিমন্ত্রী


আগামী বছরের ডিসেম্বরে ১০ থেকে ১২টি ট্রেন দিয়ে চলাচল শুরু হবে মেট্রোরেলের। এসময় গণমাধ্যম কর্মী ও ক্রিকেটারদের প্রকল্প এলাকা ঘুরিয়ে দেখানো হয়।  

news24bd.tv নাজিম