কুয়েট ছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত

কুয়েট ছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত

অনলাইন ডেস্ক

ট্রেনের নিচে কাটা পড়ে সুব্রত কুমার মণ্ডল (২০) নামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সুব্রত কুয়েটের আর্টিটেকচার ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র এবং টাঙ্গাইলের বাসিন্দা। তিনি ফুলবাড়ি গেটের মিজানের বাসায় ভাড়া থাকতেন।

 

আরও পড়ুন: 


পদ্মা সেতু প্রকল্পে চাকরির কথা বলে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১

পাকিস্তানের পতাকা লাগিয়ে কীসের প্র্যাকটিস: তথ্য প্রতিমন্ত্রী


কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মণ্ডল জানান, সুব্রত ক্যাম্পাসের বাইরে থাকতেন। কীভাবে মারা গেছে জানি না। তবে প্রাথমিকভাবে শুনেছি ট্রেনে কাটা পড়েছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু বলতে পারছি না।

পরিবার থেকে মামলা না করলেও কর্তৃপক্ষ অপমৃত্যু মামলা করবেন।  

জিআরপি থানার ওসি মোল্লা খবির আহম্মেদ জানান, ওই ছাত্র ট্রেনে কীভাবে কাটা পড়েছেন সেটি জানি না। আমাদের একটি দল লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

news24bd.tv/ কামরুল