ভিকারুননিসার অধ্যক্ষকে বিচারের মুখোমুখি করার দাবি

ভিকারুননিসার অধ্যক্ষকে বিচারের মুখোমুখি করার দাবি

অনলাইন ডেস্ক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার মুকুলের পদত্যাগ দাবি করেছেন অভিভাবকরা। এছাড়া তাকে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছে অভিভাবকরা।

কয়েকজন অভিভাবক সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, কামরুন নাহারকে কেউ কিছু বললেই শীর্ষ পর্যায়ে তার যোগাযোগ আছে বলে হুমকি দেন।

সাহাবুদ্দিন টিপুর সঙ্গে ফোনালাপে অধ্যক্ষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।

ওই অডিওতে তিনি বারবার নিজেকে ক্ষমতাসীন দলের সমর্থক ও অস্ত্রধারী উল্লেখ করে কয়েকজনকে দেশছাড়া করার হুমকি দিতে শোনা যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।

মীর সাহাবুদ্দিন টিপু ওই ফোনালাপ নিজের দাবি করলেও অধ্যক্ষ কামরুন নাহার এটিকে সুপার এডিটেড বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন। তবে সাহাবুদ্দিন বলছেন, পুরো ফোনালাপ তার কাছে সংরক্ষিত আছে।

তদন্ত করতে চাইলে তিনি সেটি হস্তান্তর করবেন।

আরও পড়ুন

দিল্লিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

এক জীবনে এক ডিক্টেটরই যথেষ্ট! 

এদিকে ফাঁস হওয়া অডিও ক্লিপে প্রতিষ্ঠান হিসেবে ভিকারুননিসার সম্মান ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন অভিভাবকরা। এমন পরিস্থিতিতে তারা অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন।

 news24bd.tv/এমি-জান্নাত